আলমডাঙ্গা-মুজিবনগর ও গাংনীতে শিশুর পুষ্টিসমৃদ্ধ বিষয়ক ক্যাম্পেইন

স্টাফ রিপোর্টার: ‘বাড়বে রুচি বুদ্ধি বল শিশু রবে চঞ্চল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলমডাঙ্গা-মুজিবনগর ও গাংনীতে শিশুর পুষ্টিসমৃদ্ধ পারিবারিক খাবার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ব্র্যকের আয়াজনে শিশুর পুষ্টির বার্তা নিয়ে আয়োজিত গণনাটক, কুইজ ও ক্যাম্পেইন বিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গা ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে শিশুর পুষ্টিসমৃদ্ধ পারিবারিক খাবার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক স্বাস্থ্য পুষ্টি জনসংখ্যা কর্মসূচির আয়োজনে পুষ্টিসমৃদ্ধ পারিবারিক খাবার বিষয়ক আলোচনাসভা ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক গান ও নাটক অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিরাজুন নেছা, সাবেক ইউপি সদস্য এসএম গোলাম সরোয়ার, আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ সাংবাদিক জামসিদুল হক মুনি। ব্রাকের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ব্রাকের মোবিলাইজেশন অ্যাসোসিয়েট অ্যাডভোকেস ফর সোস্যাল চেঞ্জ কর্মকর্তা জেএস সুমন, আব্দুল্লাহ আল মামুন, জেলা সিনিয়র ব্যাবস্থাপক আসাদুজ্জামান, ব্রাকের শাখা ব্যাবস্থাপক দাবি আওয়াল হোসেন, পুষ্টি কনা এলাকা পরিচালক সোলায়মান  হোসেন টিবি ম্যানেজার আবু সাঈদ,  ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দিপালী রানী, সাজেদা খাতুন, রওশন আরা, রেজাইল হক, আকলিমা খাতুন, ইমরান, আমিরুল, বদিউজ্জামান, পারুলা খাতুন, রাবিক হোসেন প্রমুখ। ক্যাম্পেইনে ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের মাসহ উপস্থিতিদের মাঝে পুষ্টি বিষয়ক সচেতনতামূলক গান ও নাটক পরিবেশন করেন ঢাকার পালাকার নাট্যগোষ্ঠি।

গাংনী প্রতিনিধি জানিয়েছেন, সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্র্যাকের উদ্যোগে মেহেরপুর গাংনী উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল সোমবার সকালে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পুষ্টি নিয়ে মিষ্টি কথা, পালা গান ও নাটিকা পরিবেশন করা হয়। জোড়পুকুরিয়া মাধ্যামিক বিদ্যালয় প্রধান শিক্ষক হাসান আল নূরানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি ছিলেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, জেলা কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি সিরাজুল ইসলাম, সন্ধানী সংস্থা পরিচালক আবু জাফর, ব্র্যাক প্রধান কর্মসূচি ব্যাস্থাপক শেখ মজিবুল হক, সাহারবাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, জোড়পুকুরিয়া মাধ্যামিক বিদ্যায়য়ের ম্যানিজিং কমিটির সভাপতি ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান। উপস্থিত ছিলেন শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবক ও ব্র্যাক কর্মকর্তাবৃন্দ।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মুজিবনগরে ‘বাড়বে রুচি বুদ্ধি বল শিশু রবে চঞ্চল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্র্যকের আয়াজনে শিশুর পুষ্টির বার্তা নিয়ে আয়োজিত গণনাটক, কুইজ ও ক্যাম্পেইন বিষয়ক আলোচনাসভা হয়। শিবপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ক্যাম্পেইন বিষয়ক আলোচনাসভায় প্রধান শিক্ষক আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্ত ডা. আবু হেনা মোস্তফা জামাল, ব্র্যাকের কেন্দীয় প্রগ্রাম অফিসার এসকে মজিবুল হক ও মোনাখালী ইউপি আ.লীগের সভাপতি রফিকুল ইসলাম রফা। বক্তব্য রাখেন শিক্ষক ফিরাতুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল হান্নান প্রমুখ। শেষে শিশুর পুষ্টির বার্তা নিয়ে গণনাটক মঞ্চায়িত অনুষ্ঠিত হয়।