বার্লিন প্রাচীর পতনের সাথে সীমান্ত চুক্তির তুলনা মোদির

মাথাভাঙ্গা মনিটর: বার্লিন প্রাচীর পতনের সাথে বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত চুক্তির তুলনা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, সব পক্ষকে আমরা আলাপ আলোচনার মধ্যদিয়ে আস্থায় এনে বাংলাদেশের সাথে দীর্ঘদিনের অনিষ্পন্ন সীমান্ত চুক্তি বাস্তবায়ন করেছি। ভারতের চন্ডিগড় থেকে প্রকাশিত দ্য ট্রিবিউনকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী হিসেবে এক বছর পূর্তি উপলক্ষে ওই পত্রিকার প্রধান সম্পাদককে দীর্ঘ ওই সাক্ষাতকার দেন মোদি। তবে তিস্তা চুক্তি হবে কি-না এমন প্রশ্ন এড়িয়ে গেছেন তিনি। ওই সাক্ষাতকারে তিনি তিস্তা ইস্যুতে কোন কথাই বলেননি। সাক্ষাতকারে তিনি কংগ্রেস নেতৃত্বাধীন বিগত সরকারের তীব্র সমালোচনা করেন। বলেন, একই পরিবারের চারজন ব্যক্তি ভারত শাসন করেছেন। তাদেরতো পার্লামেন্টে ৪১৫ আসনের সংখ্যাগরিষ্ঠতা ছিল তারা কি অর্জন করেছে? এ ছাড়া তার সাক্ষাতকারে উঠে আসে তার গৃহীত বিভিন্ন পদক্ষেপ, দুর্নীতির প্রসঙ্গ, কালো টাকা দেশে ফিরিয়ে আনা ও এর সাথে জড়িতদের ছেড়ে না দেয়ার প্রসঙ্গ।