বাবার প্রাপ্ত সম্মাননা বাংলাদেশকে ফিরিয়ে দিতে চান হামিদ মীর

 

মাথাভাঙ্গা মনিটর: মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সমর্থন জানানোয় বাবাকে দেয়া বাংলাদেশের মৈত্রী-সম্মাননা ফিরিয়ে দেয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানি সাংবাদিক হামিদ মীর। এছাড়া ‘ফরেন ফ্রেন্ডস অব বাংলাদেশ অ্যাওয়ার্ড’ নামের ওই সম্মাননার মাধ্যমে বাংলাদেশ সরকার পাকিস্তানকে ধোঁকা দিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। গত বৃহস্পতিবার জিও নিউজের এই নির্বাহী সম্পাদক নিজের ‘ক্যাপিটাল টক’ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ‘ধোঁকাবাজির’ অভিযোগ করেন। তিনি এসময় বলেন, বাবার পক্ষে সম্মাননা গ্রহণের সময় ভেবেছিলাম তিনি (শেখ হাসিনা) দুই দেশের সম্পর্কন্নোয়নে কাজ করবেন, কিন্তু তা না করে ইচ্ছাকৃতভাবে বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক ক্রমেই খারাপের দিকে নিয়ে যাচ্ছেন তিনি। হামিদ মীর আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চান না। বাংলাদেশ সরকার ওই পুরস্কার প্রদানের মাধ্যমে পাকিস্তানিদের ধোঁকা দিয়েছে।

২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যান্য বিদেশি বন্ধুদের সঙ্গে অধ্যাপক ওয়ারিশ মীরসহ পাঁচ পাকিস্তানিকে সম্মাননা প্রদান করেন। এ সময় এ পুরস্কার গ্রহণ করেন তার পুত্র হামিদ মীর। এছাড়াও বিপ্লবী কবি হাবীব জালিবের মেয়ে তাহিরা জালিব, প্রখ্যাত কবি ফয়েজ আহমদ ফয়েজের মেয়ে সেলিমা হাশমি, মালিক গুলাম জিলানির মেয়ে আসমা জাহাঙ্গীর এবং গাউস বক্স বিজেনজোর ছেলে হাসিল বক্স বিজেনজো সম্মাননা গ্রহণ করেন। ২০১১ সাল থেকে ‘ফরেন ফ্রেন্ডস অব বাংলাদেশ অ্যাওয়ার্ড’ প্রদান শুরু করে বাংলাদেশ।