বাংলাদেশ স্কাউটস আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে কাব ওরিয়েন্টেশন কোর্স উদ্বোধন

 

আলমডাঙ্গা ব্যুরো: বাংলাদেশ স্কাউট্স আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে কাব ওরিয়েন্টেশন কোর্স-২০১৭ উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার দুপুর ২টায় আলমডাঙ্গা বহুমুখি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা স্কাউটস’র কমিশনার ও উপজেলা আওয়া মীলগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারি, উপজেলা শিক্ষা অফিসার মৃণাল কান্তি সরকার, জেলা স্কাউটস’র ট্রেনার লিডার মনোয়ার আহমেদ, সহকারী লিডার ট্রেনার জেলা স্কাউটস’র সাধারণ সম্পাদক আব্দুল হান্নান। বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলমডাঙ্গা বহুমুখী মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহরিয়ার কবীর, কাব লিডার জহুরুল ইসলাম, মানোয়ার হোসেন, ইউনিট লিডার আশাবুল হক, হারদী মীর সামসুদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার ইসলাম সাগর, শিক্ষক সমিতির সভাপতি রেফাউর হক, সাধারণ সম্পাদক আশরাফুল হক, সহকারী শিক্ষক মোল্লা ফেরদৌস রিজভি প্রমুখ। কাব ওরিয়েন্টেশন কোর্সে উপজেলার ৪০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।