বাংলাদেশ সাংবাদিক সমিতির বর্ধিত সভায় নিন্দা প্রস্তাব গ্রহণ

বাংলাদেশ সাংবাদিক সমিতির বর্ধিত সভায় নিন্দা প্রস্তাব গ্রহণ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের বর্ধিত সভায় নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে নব-গঠিত কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি মাহতাব উদ্দীন। সভায় উপস্থিত সদস্যরা বলেন, একটি চক্র সাংবাদিক সমিতির নাম ব্যবহার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। যা সুষ্ঠু সাংবাদিকতার পরিপন্থি ও ন্যক্কারজনক কাজ। আলোচনার এক পর্যায়ে উল্লেখিত পরিপন্থি ও ন্যক্কারজনক কাজের তীব্র নিন্দা প্রস্তাব গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হলে তা সর্বসম্মতি ক্রমে গৃহীত হয়। এছাড়া সভায় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের আগমনকে সামনে রেখে বিশেষ আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সহসভাপতি শেখ সেলিম, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সহসাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, অর্থ সম্পাদক মিজানুল হক মিজান, প্রচার-প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সালাম, দফতর সম্পাদক কামরুজ্জামন চাঁদ, কার্যনির্বাহী সদস্য তছিরুল আলম মালিক ডিউক, চিত্তরঞ্জন সাহা চিতু, মাহফুজ উদ্দিন  খাঁন, সদস্য চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি আজাদ মালিতা, সহসভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফাইজার চৌধুরী, সদস্য রাজীব হাসান কচি, রফিক রহমান, বিপুল আশরাফ, আতিয়ার রহমান প্রমুখ।