বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন

দর্শনা অফিস: বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি সংবাদ সম্মেলন করেছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন- প্রধান শিক্ষক সমিতির নবগঠিত কমিটির আহ্বায়ক রিয়াজ পারভেজসহ শিক্ষক নেতৃবৃন্দ। রিয়াজ পারভেজ সাংবাদিক সম্মেলনে বলেন, বাংলাদেশ সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯’র ২৯ (ক) ও (খ) ধারা মোতাবেক সমমর্যাদা সম্পন্ন কর্মকর্তাদের সমন্বয়ে সমিতি গঠনের বাধ্যবাধকতা থাকায় এ সমিতির গঠন করা হয়েছে। বাংলাদেশ প্রাথমিক প্রধান শিক্ষক সমিতি সাংবাদিক সম্মোলন থেকে জাতীয় বেতন স্কেল ২০০৯ অনুযায়ী প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে (৮,০০০/- টাকা) বেতন নির্ধারণ করা, প্রধান শিক্ষকের বিভাগীয় পদোন্নতির জটিলতা নিরসন করাসহ ৪ দফা দাবি করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, খুলনা বিভাগীয় আহ্বায়ক স্বরুপ দাস জানিয়েছেন, আগামী ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ মধ্যে উপজেলা কমিটি এবং ১ এপ্রিল থেকে ৩০শে মে’র মধ্যে জেলা কমিটি গঠন করা হবে। সম্মেলনে বক্তব্য রাখেন- মো. নজরুল ইসলাম, পারভীন আক্তার, নূর মোহাম্মদসহ মহানগর, বিভিন্ন জেলা ও উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ।