বাংলাদেশ-ভারতের পর্বতারোহীদের হিমালয়-শৃঙ্গ জয়

 

মাথাভাঙ্গা মনিটর: ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের হিমালয়ের পর্বতশৃঙ্গ কুন ও নুন জয় করেছেন বাংলাদেশ ও ভারতের পর্বতারোহীরা। গত শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৭ জুলাই আরোহীরা এই শৃঙ্গ জয় করেন। হিমালয়ের জোড়া পর্বতশৃঙ্গ কুন ও নুন। নুনের উচ্চতা সাত হাজার ১৩৫ মিটার আর কুনের উচ্চতা সাত হাজার ৭৭ মিটার। ঢাকার অ্যাডভেঞ্চার ক্লাব কেওকারাডং ও পশ্চিমবঙ্গের মাউন্টেনারিং অ্যাসোসিয়েশন অব কৃষ্ণনগর যৌথভাবে এ পর্বতশৃঙ্গ জয় করে। দলে ছিলেন বাংলাদেশের তিন পর্বতারোহী মুনতাসির মামুন ইমরান (দলপতি), রিফাত হাসান ও সালমা খাতুন। গত ২১ জুন দু দেশের ১৪ জনের এ পর্বতারোহী দল ওই শৃঙ্গে আরোহণ শুরু করেন। এই যৌথ পর্বতারোহী দলের নেতৃত্ব দেন এভারেস্ট বিজয়ী কোলকাতার প্রখ্যাত পর্বতারোহী বসন্ত সিংহ রায়। তিনি এক বিবৃতিতে নুন শৃঙ্গ জয় করার কথা জানিয়ে বলেন, দলের সবাই সুস্থ আছেন। শিগগিরই তারা দিল্লি হয়ে কোলকাতায় ফিরবেন।