বাংলাদেশ দলিত পরিষদের অবহিতকরণ সভায় জেলা প্রশাসক : চুয়াডাঙ্গার সবাই বন্ধুত্বপূর্ণ পরিবেশে কাজ করে চলেছে

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ‘উন্নয়ন নীতিতে দলিত জনগোষ্ঠী, আমাদের প্রত্যাশা’শীর্ষক অবহিতকরণ সভার আয়োজন করেছে বাংলাদেশ দলিত পরিষদচুয়াডাঙ্গা শাখা। গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় একটি হোটেলে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দলিত পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অশোক কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন।বিশেষ অতিথি ছিলেনসহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান ও জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার রুহুল আমীন।

বাংলাদেশ দলিত পরিষদ চুয়াডাঙ্গা শাখার সভাপতি দিলীপ দাসজেলা প্রশাসকের কথায় একমত পোষণ করে বলেন, চুয়াডাঙ্গার মতো গোটা বাংলাদেশে দলিত দলিত সম্প্রদায়ের নেতৃবৃন্দ তাদের বিভিন্ন অভাব, অভিযোগের প্রতি দৃষ্টি দিতে সরকারের প্রতি আহ্বান জানান। সম্প্রদায়ের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। এটি এখন সময়ের দাবি।

অনুষ্ঠানে বাংলাদেশ দলিত পরিষদের সমন্বয়ক বিকাশ কুমার দাশ, প্রোগ্রাম অফিসার উজ্জ্বল কুমার দাশ, সাধারণ সম্পাদক শোভন কুমার দাশ, সাংগঠনিক সম্পাদক বিপুল কুমার দাশ, সাবেক অধ্যক্ষ এসএম ইস্রাফিল, সমাজসেবা অধিদফতরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) আতিয়ার রহমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. কহিনুর বেগম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নুরন্নাহার কাকলিসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন তার বক্তব্যে বলেন, ‘চুয়াডাঙ্গা জেলায় দলিত সম্প্রদায়ের প্রতি কোনো রকম বৈষ্যম্যের খবর আজ পর্যন্ত পাওয়া যায়নি। বাংলাদেশের অন্য জেলা থেকে এক্ষেত্রে চুয়াডাঙ্গা সম্পূর্ণ ব্যতিক্রম। এখানে সবাই একসাথে বন্ধুত্বপূর্ণ পরিবেশে কাজ করে চলেছে।’