বর্ধমান বিস্ফোরণ ঘটনায় অভিযুক্ত আরও ৬

মাথাভাঙ্গা মনিটর: ভারতের পশ্চিমবঙ্গে বর্ধমানের চাঞ্চল্যকর বিস্ফোরণ ঘটনায় আরও ৬ জনের বিরুদ্ধে অতিরিক্ত অভিযোগপত্র দাখিল করেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ‍)। কোলকাতার নগর দায়রা আদালতের বিচারক শুভ্রা ঘোষের আদালতে গত বৃহস্পতিবার এ অভিযোগপত্র দাখিল করা হয়। এ ছয়জনের মধ্যে মতিউর রহমান শেখ, লাল মহম্মদ এবং আব্দুল ওয়াহাব মোমিন নামের তিনজনকে গ্রেফতার করেছে এনআইএ। জহিরুল হক, সাদিক এবং মোস্তাফিজুর রহমান নামের বাকি তিনজন পলাতক। এ নিয়ে এ মামলায় ২৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হলো। এর আগে গত ৩০ মার্চ ২১ জনের বিরুদ্ধে প্রথম অভিযোগ পত্র পেশ করা হয়। ওই ২১ জনের মধ্যে চারজন বাংলাদেশি। গত বছরের ২ অক্টোবর খাগড়াগড়ের একটি বাড়িতে ওই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শাকিল গাজি ও করিম শেখ নামে দু ব্যক্তি নিহত হন। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ৯ অক্টোবর এনআইএ এ ঘটনার তদন্তভার নেয়। তদন্তে নেমে এনআইএর গোয়েন্দারা বাংলাদেশ ও ভারতের বিভিন্ন রাজ্যে জঙ্গি কার্যকলাপের নেটওয়ার্কের কথা জানতে পারে। এ ঘটনায় এনআইএ এখন পর্যন্ত ২৩ জনকে গ্রেফতার করেছে। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপ, প্রশিক্ষণ, নিয়োগ, নাশকতা ও ষড়যন্ত্রসহ বিভিন্ন অভিযোগে একাধিক ধারায় মামলা হয়েছে।