বর্ধমানকাণ্ডে অভিযুক্ত রেজাউলকে গ্রেফতার করেছে এনআইএ

 মাথাভাঙ্গা মনিটর: খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত রেজাউল করিমকে গ্রেফতার করলো ভারতীয় গোয়েন্দা পুলিশ (এনআইএ)। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। রেজাউলের খবর দিতে পারলে তিন লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছিলো এনআইএ কর্তারা। খাগড়াগড়ে রেজাউলের বাড়ির লুকানো বাঙ্কার থেকেই উদ্ধার করা হয়েছিলো গ্রেনেড। ঘটনার পর থেকেই ফেরার ছিলো ওই জঙ্গি। তাকে জেরা করে অন্যদের হদিস পাওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা।