বর্তমান সরকার মাদরাসা শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলেছে

?

দর্শনা ডিএস ফাযিল মাদরাসায় বার্ষিক প্রকাশনার মোড়ক উন্মোচন ও কৃতিছাত্রদের সংবর্ধনা অনুষ্ঠানে এমপি আলী আজগার টগর

দর্শনা অফিস: প্রতি বছরের মতো এবারও দর্শনা ডিএস ফাযিল (ডিগ্রি) মাদরাসা কর্তৃপক্ষ বার্ষিক প্রকাশনা ‘অগ্রদূত’ প্রকাশ করেছে। বরাবরের মতো এবারও মাদরাসার শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের লেখা কবিতা, ছোটগল্প, প্রবন্ধ, স্মৃতিচারণ, কৌতুকসহ বিভিন্ন বিষয়ের ওপর প্রতিবেদন দিয়েই প্রকাশ করা হয়েছে এ প্রকাশনা। বার্ষিক প্রকাশনা অগ্রদূতের মোড়ক উন্মোচন, কৃতিছাত্রদের সংবর্ধনা, অভিভাবক সমাবেশ, বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ, ডিজিটাল হাজিরা মেশিন ও সিসি ক্যামেরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে মাদরাসা চত্বরে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আলী আজগার টগর বলেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গ্রহণ করেছে যুগান্তকারী পদক্ষেপ। আধুনিক শিক্ষার আলোকে যেমন গড়ে তোলা হচ্ছে শিক্ষার্থীকে, তেমনিভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে স্থাপন করা হচ্ছে আধুনিক প্রযুক্তি। লেখাপড়া থেকে কোনো শিক্ষার্থী যেন ঝরে না পড়ে সেজন্য দেয়া হচ্ছে বৃত্তি, উপবৃত্তিসহ নানামুখী সুযোগ-সুবিধা। এক সময় মাদরাসা শিক্ষাব্যবস্থা ছিলো বহু পিছিয়ে। বর্তমান সরকার মাদরাসা শিক্ষাকে যুগোপযোগী করে গড়ে তুলেছে। স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর সাথে তাল মিলিয়ে মাদরাসা শিক্ষা এগিয়ে যাচ্ছে। প্রতিযোগিতার লড়াইয়ে সাধারণ শিক্ষার সাথে এখন মাদরাসা শিক্ষার কোনো পার্থক্য নেই। মাদরাসায় পড়ালেখা করে এখন শুধু মিলাদ পড়ানো ও ইমামি করতে হয় না, এ শিক্ষা লাভ করে এখন সর্বোচ্চ পদে দেশের সেবায় নিয়োজিত হয়ে যোগ্যতার সাক্ষর রেখেছে অনেকেই। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি গোলাম ফারুক আরিফের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আরিফুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন, চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জসিম উদ্দিন, কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এনায়েত হোসেন, ড্রিমল্যান্ড গ্রুপের চেয়ারম্যান হাজি সাদিকুর রহমান বকুল, জেলা পরিষদের সদস্য মুন্সি সিরাজুল ইসলাম, দর্শনা রেলবাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজি ফজলুল করিম, কেরুজ চিনিকলের উপ-ব্যবস্থাপক বাণিজ্যিক শেখ শাহবুদ্দিন, দর্শনা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান হাবু, ও দৈনিক মাথাভাঙ্গার বার্তা সম্পাদক ছড়া সম্রাট আহাদ আলী মোল্লা। শিক্ষক আবুল হোসেনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন হাজি আব্দুল মালেক, হাজি নুরুল হক, গোলাম হোসেন তরফদার, হাজি আলমগীর হোসেন, আবদুর রশিদ প্রমুখ। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন নিজাম উদ্দিন, শফি উদ্দিন, জগলুল হায়দার আফ্রিক, আবু জাফর, নজির আহমেদ, মামুন হোসেন, নাসির উদ্দিন, কাজি রফিকুল ইসলাম, মাও আব্দুল হাই, হামিদুল হক, মাহবুবুর রহমান, মুনজুর আহমেদ, আনসার মাহমুদ, বজলুর রশিদ, সুলতান আহমেদ, লিনা পারভিন, আশেকা-ই-মাওলা নাছিমা, আজিজুল হক, আক্তারুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে প্রাক্তন কৃতিছাত্রদের সংবর্ধনা ও সম্মননা স্মারক প্রদান করা হয়েছে। সভা শেষে মাদরাসার প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারণ ও মতবিনিময়সভায় মেলায় মিলিত হন। এ সময় প্রাক্তন শিক্ষার্থীরা বিগত দিনের আবেগ তুলে ধরে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক মাথাভাঙ্গার বার্তা সম্পাদক ছড়াসম্রাট আহাদ আলী মোল্লা, আফাজ উদ্দিন, খাজা সাইফুদ্দিন আহমেদ, মোস্তফা কামাল, মাও মাহবুবুর রহমান, মাও আমিনুল ইসলাম, মিজানুর রহমান, মাও শমসের আলী, জিল্লুর রহমান, ফরিদুল ইসলাম, হারুন রাজু, আনিসুর রহমান, মিজানুর রহমান, সাহজাহান আলী, আসাদুল হক, হাদিসুর রহমান, মামুন হোসেন, মহাসিন আলী, সিপাত হোসেন, আ. রশিদ প্রমুখ।