বর্তমান সরকার একটি নতুন ইতিহাস সৃষ্টি করলো

দামুড়হুদায় হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিতরণকালে এমপি টগর

 

বখতিয়ার হোসেন বকুল: দামুড়হুদার হাউলী ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হাউলী ইউপি চত্বরে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হালিমের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। তিনি হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরের চাল বিতরণের মধ্যদিয়ে ওই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। ভিজিএফ, ভিজিডি, বিধবাভাতা, বয়স্কভাতা, মাতৃত্বকালিনভাতা, মুক্তিযোদ্ধাভাতা থেকে শুরু করে গৃহহীনকে ঘর নির্মাণ করে দেয়ার পাশাপাশি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবাসহ ১০ টাকায় ব্যাংক একাউন্ট খোলা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তা চেতনারই ফসল।

তিনি আরও বলেন, অতীতে অনেক সরকারই দেশ পরিচালনা করেছে। কিন্ত হতদরিদ্রদের দিকে কেউ ফিরেও তাকায়নি। তারা বর্তমানে পিছন থেকে জঙ্গিদের মদদ দিচ্ছে। সুচিন্তিত শিক্ষানীতির মাধ্যমে শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ ১০ টাকা কেজি দরে চাল দেয়ার মাধ্যমে বর্তমান সরকার সারাবিশ্বে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে। ১০ টাকা কেজি চাল দিয়ে সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করেছে। যা বর্তমান সরকারের স্মরণকালের সেরা ইতিহাস হয়ে থাকবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল ওয়াহেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা বিএম মুশফিকুর রহমান, উপজেলা খাদ্য পরিদর্শক মিয়ারাজ হোসাইন, দর্শনা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রমজান আলী, উপজেলা প. প. কর্মকর্তা আব্দুল হান্নান, হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, সাংগঠনিক সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. রফিকুল আলম রান্টু, আব্দুল মমিন মাস্টার, দর্শনা পৌর আওয়ামী লীগের দফতর সম্পাদক আলী মুনসুর বাবু, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহিদুল ইসলাম, হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকন, জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তালেব, প্রধান শিক্ষক আকবর আলী, জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আয়ূব আলী স্বপন, উপজেলা যুবলীগ নেতা হযরত আলী, মিজানুর রহমান লিটন, মহাসিন আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু। উপস্থিত ছিলেন আ.লীগ নেতা আব্দুর রহমান, ইমতিয়াজ হোসেন, নূর আলম লাভলু, ইউপি সচিব শাহাবুবুর রহমান, ইউপি সদস্য শাহজামাল হোসেন, রিকাত আলী, শহিদুল ইসলাম, আব্দুল হান্নান, ডিলার আব্দুর রাজ্জাক, গিয়াস উদ্দীন ডেলিসসহ প্রমুখ। ইউনিয়নের মোট ২ হাজার ৩৭৯ জন হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে মাথাপিছু ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউপি সদস্য নিজাম উদ্দীন।