বন্ধুকযুদ্ধে সন্দেহভাজন ডাকাত নিহত

স্টাফ রিপর্টোর: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গত মঙ্গলবার দিবাগত রাতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় নিজেদের চার সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গতপরশু দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার ধরন্তী হাওর এলাকায় সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। পুলিশের ভাষ্যমতে, নিহত ব্যক্তির নাম আবদুর রশিদ (২৪)। তার বাড়ি নাসিরনগর উপজেলার গুকর্ণ ইউনিয়নের গুকর্ণ গ্রামে। বাবার নাম সায়েব আলী। ঘটনাস্থল থেকে থেকে একটি পাইপ গান, দুটি গুলি, দুটি ছোরা, তিনটি রামদা ও চারটি মুখোশ উদ্ধার করার কথা দাবি করেছে পুলিশ। সরাইল থানার পুলিশের ভাষ্য, গতকাল দিবাগত রাতে একদল পুলিশ ধরন্তী হাওর এলাকায় টহল দিচ্ছিল। রশিদের নেতৃত্বে সাত-আটজনের একদল ডাকাত টহল পুলিশের গাড়ি থামায়। গাড়িটি পুলিশের বুঝতে পেরে ডাকাতদল গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। দু পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে রশিদ গুলিবিদ্ধ হন। আহত হন পুলিশ সদস্য আবদুল আলীম, মহিউদ্দিন, রবিউল ও মেহেদি।