বঙ্গবন্ধুর আদর্শ সৈনিকরা কখনও গ্রুপিংয়ের রাজনীতি করে না

মুজিবনগর প্রতিনিধি: বঙ্গবন্ধুর আদর্শ সৈনিকরা কখনও গ্রুপিংয়ের রাজনীতি করে না। বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মীই তার আদর্শ সৈনিক। আমাদের দলীয় শৃঙ্খলা মেনে চলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। একথা বলেছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন। তিনি আরও বলেন একমাত্র আওয়ামী লীগই পারে দেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে। কারণ আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী। বিএনপির মতো ক্যান্টনমেন্টে গড়ে ওঠা দল আওয়ামী লীগ নয়। তিনি গতকাল রোববার বিকেলে মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য এ কথাগুলো বলেন। মহাজনপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি রেজাউর রহমান নান্নুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহিন, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু ও বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন। বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহ্বায়ক মাহাফুজুর রহমান রিটন ও যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান। কর্মীসভা শেষে মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলুকে আওয়ামী লীগের একক মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হয়।
এদিকে দুপুরে কেদারগঞ্জ আলিম মাদরাসায় বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন সহ-সভাপতি হেকমত আলী। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন। সভা শেষে বাগোয়ান ইউনিয়নে ৪ জন প্রার্থী হতে ইচ্ছুকরা হলেন- বর্তমান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, ইউনিয়ন আ.লীগের সভাপতি মজিবুর রহমান মধু বিশ্বাস, সহসভাপতি আক্কাস আলী ও যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক।