ফ্রান্সে জঙ্গি হামলা : শিরশ্ছেদ করা দেহ উদ্ধার

মাথাভাঙ্গা মনিটর: ফ্রান্সে একটি গ্যাসের কারখানায় সন্দেহভাজন ইসলামী জঙ্গিদের হামলায় একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার এ হামলার ঘটনা ঘটে। ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর লিওনে ওই গ্যাস কারখানাটি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ার কোম্পানিতে গ্যাস সরবরাহ করা হয়।
ফ্রান্সের পুলিশের বরাত দিয়ে একটি বার্তা সংস্থা জানায়, ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্যাসের কারখানাটির কাছে একজনের শিরশ্ছেদ করা দেহ এবং ইসলামী স্লোগান সম্পৃক্ত একটি পতাকা পাওয়া গেছে। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেন। মাত্র পাঁচ মাস আগে ফ্রান্সের প্যারিসে শার্লি হেবদো নামের রম্য একটি সাপ্তাহিক পত্রিকার কার্যালয়ে ‌ইসলামী জঙ্গিরা হামলা করেছিলো।