ফেনসিডিল হেরোইন ও গাঁজাসহ আটক-৫

দামুড়হুদার ৩টি ক্যাম্প বিজিবির মাদকবিরোধী পৃথক অভিযান

দর্শনা অফিস: দামুড়হুদার বিভিন্ন ক্যাম্পের বিজিবি সদস্যরা মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছেন। চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ডের নবাগত পরিচালক লে. কর্নেল ইমাম হাসানের নিদের্শনায় এ অভিযান অব্যাহত রেখেছে বিজিবি সদস্যরা। দামুড়হুদার ৪টি ক্যাম্পের বিজিবি সদস্যরা মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিল, হেরোইন ও গাঁজার উদ্ধার করা হয়। আটক করেছে অভিযুক্ত ৫ মাদককারবারিকে। বহনকারী ৫জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হলেও মাদক চক্রের হোতারা রয়েই গেলো ধরা ছোঁয়ার বাইরে। হোতাদের চিহ্নিত করে আটকের জন্য চুয়াডাঙ্গা বিজিবির নবাগত পরিচালক হাসানের কাছে দাবি তুলেছে এলাকাবাসী। গত বৃহস্পতিবার রাত ১২টায় দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বাড়াদী বিজিবি ক্যাম্পের হাবিলদার আ. রশিদ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান, নাস্তিপুর বাঁশবাগান নামকস্থানে। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, ওই বাগান থেকে নাস্তিপুরের আ. মোমিনের ছেলে রোমান (২৬) ও আহার আলীর ছেলে মানিককে (৩০)। আটককৃতদের কাছ থেকে বিজিবি সদস্যরা উদ্ধার করেছে ৪৭ বোতল ফেনসিডিল। এ ঘটনায় হাবিলদার আ. রশিদ বাদী হয়ে গতকাল শুক্রবার আটককৃত রোমান ও মানিকের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন। রাত দেড়টায় একই ইউনিয়নের সুলতানপুর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আবুল কালাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান ঝাঝাডাঙ্গা বাবলাতলা মাঠ নামকস্থানে। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, ওই মাঠ থেকে ঝাঝাডাঙ্গা গ্রামের মাহবুবুর রহমান মংলার ছেলে জুয়েল (২৬) ও ফটিক ম-লের ছেলে তরিকুল ইসলামকে (২৪)। আটককৃতদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। এ ঘটনায় নায়েব সুবেদার আবুল কালাম বাদী হয়ে গতকাল শুক্রবার আটককৃত জুয়েল ও তরিকুলের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন। রাত আড়াইটায় দর্শনা নিমতলা বিজিবি ক্যাম্পের হাবিলদার মোরশেদ আলম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর প্রধান সড়কে। বিজিবির পক্ষ থেকে বলেছে, এ সময় সীমান্তের ৭৫নং মেইন পিলারের ৩নং সাব পিলারের নিকটবর্তী বাঁশবাগান থেকে আটক করা হয় ঈশ্বরচন্দ্রপুরের হারাম আলীর ছেলে আমিরুল ইসলামকে (৩৮)। বিজিবি সদস্যরা আমিরুলের কাছ থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছেন। এ ঘটনায় হাবিলদার মোরশেদ আলম বাদী হয়ে গতকাল শুক্রবার দামুড়হুদা থানায় আমিরুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আগের রাত পৌঁনে ১১টায় বিজিবির একই দল দর্শনা ফিলিং স্টেশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৫৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।