ফেনসিডিলসহ ধরা পড়ে চাকরি হারানো সেই বশির এবার পুলিশ পরিচয় দিয়ে সহযোগীসহ পাকড়াও

 

স্টাফ রিপোর্টার/বেগমপুর প্রতিনিধি: ফেনসিডিলসহ পুলিশের হাতে ধরা পড়ে চাকরিচ্যুত সেই সেনা সদস্য চুয়াডাঙ্গা চিলমারিপাড়ার বশির উদ্দিনকে এবার এক সহযোগীসহ ছোটসলুয়ায় নৈশপ্রহরী ধরে গ্রামবাসীর সহযোগিতায় পুলিশে দিয়েছে। গতপরশু রাতে বশির বেগমপুর পুলিশ ফাঁড়িতে নতুন ইনচার্জ বলে পরিচয় দেয়ার পর নৈশপ্রহরী গ্রামবাসীর সহযোগিতায় তাকে তার সহযোগীসহ আটক করে। পুলিশে খবর দেয়। পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর অবশ্য বহু অভিযোগে অভিযুক্ত বশিরের সহযোগী জানায়, রাতে গাঁজা কিনতে গেলে নৈশপ্রহরী ধরে পুলিশে দিয়েছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের বেগমপুর ইউনিয়নের চিলমারিপাড়ার আলী আকবরের ছেলে বশির সেনাবাহিনীতে চাকরি করতেন। তিনি বেগমপুর ফাঁড়ি পুলিশের হাতে ফেনসিডিলসহ ধরা পড়লে তাকে সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তার হাতে তুলে দেয়া হয়। সূত্র বলেছে, তার পর সাময়িক চাকরিচ্যুত হয়ে নিজ বাড়ি ফেরে। নানা অভিযোগে অভিযুক্ত হতে থাকে। এরই এক পর্যায়ে গতপরশু রাতে মোটরসাইকেলযোগে বশির একই এলাকার খোরশেদপুর গ্রামের আশরাফ আলীর ছেলে আরিফুল ইসলাম আরিফকে সাথে নিয়ে তিতুদহের ছোটশলুয়ায় সন্দেহজনকভাবে ঘুরতে থাকে। পূর্বে গাঁজা বিক্রি করলেও পরবর্তীতে পুলিশের অহ্বানে সাড়া দিয়ে গাঁজা বিক্রি বন্ধ করলেও সেখানে গিয়ে বশির ও আরিফ গাঁজা বিক্রির অভিযোগ তোলে। এ অভিযোগ তুললেও সেখানে তেমন সুবিধা করতে না পেরে বশির ছোটশলুয়া গ্রামের নৈশপ্রহরীর সামনে গিয়ে নিজেকে বেগমপুর পুলিশ ফাঁড়ির নতুন ইনচার্জ বলে পরিচয় দিয়ে সাথে থাকা আরিফকে দেখিয়ে বলে, এই ব্যক্তি কনস্টেবল। এ কথা শুনে নৈশপ্রহরীর সন্দেহ হয়। তিনি স্থানীয়দের সহযোগতিায় বশির ও আরিফকে আটক করে পুলিশে খবর দেন।