ফুটপাত দখল করে ব্যবসা ও প্লাস্টিকের বস্তা ব্যবহারের অপরাধে আলমডাঙ্গা ও জামজামিতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়

আলমডাঙ্গা ব্যুরো: জামজামির এক ব্যবসায়ীসহ আলমডাঙ্গা শহরের হাইরোডের ফুটপাত দখল করে ব্যবসা করার অপরাধে ৩ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছেন। গতকাল সোমবার আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
প্রথমে শহরের ফুটপাত দখল করে টিনের আসবাবপত্রের ব্যবসা করার অভিযোগে নাসের উদ্দীনের ছেলে অলিউজ্জামানকে ২ হাজার ও হাজি বিরিয়ানির মালিক মিরাজুল ইসলামকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জামজামি বাজারের মজিবর রহমানের ছেলে ভূষিমাল ব্যবসায়ী রুহুল আমিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পাট অধিদফতরের মুখ্য পরিদর্শক সৈয়দ আলাউদ্দীন।