ফাঁসির আদেশ দিল্লির চার ধর্ষকের

মাথাভাঙ্গা মনিটর: গতকাল শুক্রবার দিল্লির দ্রুতবিচার আদালতে ওই রায় দেয়া হয়। মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলো- অক্ষয় ঠাকুর, পবন গুপ্ত, বিনয় শর্মা ও মুকেশ সিং। গত বুধবার আদালতে বলা হয়, আসামিরা ঠাণ্ডা মাথায় গণধর্ষণ ও হত্যার ঘটনা ঘটিয়েছিলো। গত বছরের ১৬ ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে ২৩ বছর বয়সী মেডিকেলের ওই ছাত্রী গণধর্ষণের শিকার হন। ২৯ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সাহসের পরিচয় দেয়ায় ভারতের গণমাধ্যম ওই ছাত্রীকে নির্ভয়া নামে অভিহিত করে। এ মর্মান্তিক ঘটনার পর দিল্লিসহ ভারতের বিভিন্ন স্থানে ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে সাধারণ মানুষ। জনরোষের মুখে ঘটনার কয়েক দিন পর বাসের চালকসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। চলতি বছরের ১১ মার্চ তিহার জেলে থাকা অবস্থায় প্রধান আসামি বাসচালক রাম সিং মারা যান। তিনি আত্মহত্যা করেন বলে ধারণা করা হয়। এ ঘটনার আরেক আসামি কিশোর হওয়ায় তাকে তিন বছরের জন্য অপরাধ সংশোধন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেয়া হয়। গতকাল শুক্রবার অভিযুক্ত বাকি চারজনকে ফাঁসির আদেশ দিলেন আদালত।