ফাঁসিতে ঝুলেও বেঁচে গেলেন তিনি

মাথাভাঙ্গা মনিটর: ইরানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সর্বোচ্চ সাজা কার্যকরের পরও বিস্ময়করভাবে রক্ষা পেয়েছেন আলি রেজা নামের এক দণ্ডাদেশ পাওয়া আসামি। তাকে দ্বিতীয় দফায় ফাঁসিতে ঝোলানোর প্রয়োজন নেই বলে জানিয়েছে দেশটির সরকার। তবে এখন তার ভাগ্য নির্ধারণ করবেন দেশটির বিচার বিভাগ। ইরানের বিচারমন্ত্রী মোস্তফা পুরমোহাম্মাদি বলেন, মৃত্যুদণ্ড কার্যকরের পরও কোনো দণ্ডিত ব্যক্তি বেঁচে গেলে তাকে দ্বিতীয় দফায় ফাঁসিতে ঝোলানোর কোনো প্রয়োজন নেই। আলি রেজা প্রসঙ্গে বিচারমন্ত্রী আরও বলেন, বেঁচে যাওয়া ওই ব্যক্তিকে দ্বিতীয় দফায় ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হলে তা ইরানের ভাবমূর্তির জন্য ক্ষতিকর হবে। ইরানের বিচার বিভাগের ওপর দেশটির সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। তাই আলি রেজার ভাগ্য দেশটির বিচার বিভাগই নির্ধারণ করবেন।