ফলোআপ : বেগমপুর আকন্দবাড়িয়া বটতলা বাজারে প্রতিবন্ধীসহ ৪ দোকানিকে মারপিটের ঘটনায় হাবিলদার মিন্টু ক্লোজড

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদরের আকন্দবাড়িয়া বটতলা বাজারে বিজিবির হাতে প্রতিবন্ধীসহ ৪ দোকানদারকে মারপিটের ঘটনায় উথলী বিজিবি ক্যাম্পের হাবিলদার মিন্টুকে প্রত্যাহার করে নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জানা গেছে, গত বৃহস্পতিবার কোনো কারণ ছাড়াই উথলী বিজিবি ক্যাম্পের হাবিলদার মিন্টু চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া বটতলা বাজারের নিরীহ দোকানদার আতিয়ার রহমানের ছেলে হানিফ, সিরাজুলের ছেলে ওয়াসিম, আবুল কাশেমের ছেলে শারীরিক প্রতিবন্ধী আব্দুর রাজ্জাক ও মুনছুর আলীর ছেলে সুমাত আলীকে মারপিট করেন। এ নিয়ে বাজারের লোকজন প্রতিবাদ করলে তাদের ওপরও চড়াও হন তিনি। ভুক্তভোগীরা বিষয়টি পুলিশ ও সাংবাদিকদের জানালে হাবিলদার মিন্টু ক্ষুব্ধ হন। পরদিন বিকেলে আবার তিনি বাজারে এসে ওই দোকানিদের তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে বাজারের লোকজন প্রতিবাদী হয়ে ওঠে। উপায়ান্তর না পেয়ে তাদেরকে ছেড়ে দিয়ে তিনি চলে যান। ঘটনার ৪ দিনের মাথায় গতকাল রোববার অভিযুক্ত বিজিবি হাবিলদার মিন্টুকে ৬ বিজিবি সদর দপ্তরে ক্লোজড করে নেয় কর্তৃপক্ষ। এ বিষয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান বলেন, যেহেতু একটি ঘটনা ঘটে গেছে, তাই হাবিলদার মিন্টুকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।