ফলোআপ : দর্শনা মা ও শিশু জেনারেল হাসাপাতালে ডাকাতির ৩ দিনের মাথায় থানায় মামলা

দর্শনা অফিস: দর্শনা মা ও শিশু জেনারেল হাসপাতালে ডাকাতির ঘটনার তিন দিন পেরিয়ে গেছে। শেষ পর্যন্ত হাসপাতাল পরিচালনা পর্ষদের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, কেরুজ চিনিকলের আখচাষি কল্যাণ সংস্থার অর্থায়নে প্রতিষ্ঠিত হয় দর্শনা-চুয়াডাঙ্গা সড়ক সংলগ্ন সিঅ্যান্ডবিপাড়ায় মা ও শিশু জেনারেল হাসপাতাল। গত শনিবার রাত সাড়ে ৩টার দিকে ১২-১৩ জনের সশস্ত্র মুখোশধারী ডাকাতদল হাসপাতাল ভবনের পাঁচিল টপকে ছাদে ওঠে। ডাকাতেরা ছাদের সিঁড়িঘর দিয়ে হাসপাতালে প্রবেশ করে। ক্লিনিকের ২টি ওয়ার্ড, ও বেশ কয়েকটি কেবিনের রোগী ও রোগীর স্বজনদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায়। ডাকাতেরা নগদ টাকা, সোনার গয়নাগাটি, মোবাইলফোনসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে। হাসপাতালের দুজন স্টাফকে পিটিয়ে আহত করে ডাকাতেরা। ডাকাতি ঘটনার পর হাসপাতাল পরিচালনা পর্ষদ বেশ কয়েক দফা করেছে বৈঠক। অথচ ঘটনার তিন দিনের মাথায় গতকাল সোমবার পর্ষদের সভাপতি আব্দুল হান্নান বাদী হয়ে গতকাল দামুড়হুদা থানায় ডাকাতি মামলা দায়ের করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা দর্শনা আইসি ইনচার্জ এসআই মিজানুর রহমান তদন্ত শুরু করেছেন।