প্রাণের মিল্ক ওয়েফারে ফাঙ্গাস!

 

জীবননগর ব্যুরো: শিশুদের প্রিয় খাবারের একটি প্রাণের মামা মিল্ক ওয়েভারে ফাঙ্গাস পাওয়া যাচ্ছে। খাবার অযোগ্য এসব খাদ্য খেয়ে পেটের পিড়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। গতকাল বুধবার জীবননগর পাইলট হাইস্কুলের গেটের একটি স্টেশনারিজ দোকান থেকে প্রাণের ওয়েভার কিনে খেতে গিয়ে ওয়েফারের গায়ে কাল ফাঙ্গাস জাতীয় বস্তু লেগে থাকতে দেখা যায়।

হাইস্কুলপাড়ার অসীম সাঈদ অভিযোগ করে বলেন, তার বাচ্চার জন্য তিনি গতকাল রাতে পাইলট হাইস্কুল গেটের একটি দোকান থেকে প্রাণের একটি মামা মিল্ক ওয়েফার বিস্কুট কেনেন। এ বিস্কুট কিনে বাড়ি নিয়ে প্যাকেট কেটে বাচ্চাকে দিতে গিয়ে দেখেন তাতে কালো ফাঙ্গাস লেগে রয়েছে। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে দোকানিকে জানালে তিনি বলেন, বিক্রিকৃত ওয়েফারটি একেবারেই টাটকা। টাটকা ওয়েফারে ফাঙ্গাস পড়লো কীভাবে? এ প্রশ্ন উপস্থিত জনতার। তাদের জিজ্ঞাসা কী কিনে আমরা আমাদের বাচ্চাদের খাওয়াচ্ছি? এসব খেলে শিশুদের পেটের পিড়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে বলে অভিযোগ।