প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি পাঁচ সাইক্লোন প্যাম

 

মাথাভাঙ্গা মনিটর: দক্ষিণ প্রশান্ত মহাসাগরে বেশ কয়েকটি দ্বীপ রাষ্ট্রে ধ্বংসযজ্ঞ চালানোর পর আরেক দ্বীপ রাষ্ট্র ভানুয়াতুর দিকে অগ্রসর হচ্ছে ক্যাটাগরি পাঁচের সাইক্লোন প্যাম। ইতোমধ্যে প্যামের প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের টুভ্যালু, কিরিবাতি ও সলোমন দ্বীপপুঞ্জে। ফ্লাশ ফ্লাড বা হঠাৎ বন্যা ও ঝোড়ো বাতাসে সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে দ্বীপগুলোতে। ভানুয়াতুতে এর মধ্যে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড় প্যাম উত্তরদিকে সরে গিয়ে  শুক্রবার রাতে দেশটির রাজধানী পোর্ট ভিলা অতিক্রম করতে পারে। এখন পর্যন্ত ঝড়টির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২৩০ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। উল্লেখ্য, কয়েক দিন আগেই ১২০ কিলোমিটার বেগের ঝড় নিয়ে ক্যাটাগরি তিনের ঘূর্ণিঝড় অলউইন অস্ট্রেলিয়ার পশ্চিম উপকুলে আঘাত করে।