প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে চুয়াডাঙ্গায় ও আলমডাঙ্গায় ছাত্রলীগের শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ছাত্রলীগ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে শোভাযাত্রা করেছে। গতকাল রোববার চুয়াডাঙ্গা সরকারি কলেজ ক্যাম্পাসে এ শোভাযাত্রা আয়োজন করা হয়। শোভাযাত্রাটি কলেজ ছাত্রলীগ ক্যাম্পাস হতে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় ও মিয়ানমারের রোহিঙ্গা সমস্যা সমাধানের প্রস্তাব পেশ করায় এ কর্মসূচি পালন করা হয়।
চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফের সভাপতিত্বে চুয়াডাঙ্গা সরকারি কলেজে আনন্দ মিছিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকির পরিচালনায় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম, সেক সামী তাপু, ইমরান আহমেদ, ইমদাদুল হক সজল, ইমরান, হাফিজ ইমন, মিশন, রবিন, মানিক, রিয়াজ মোল্লা, কামরান, মারুফ, মিঠুন, ইমরান হোসেন, তামিম, রাকিব, নিয়ন, সেলিম, রাসেল, অন্তু, হাসিব, স্বপন, নিপ্পন, সোহাগ, ইসমাইল খলিলুল্লাহ, কানন, জাভেদ আকিব, তুষার, হিমু, নাহিদ, আরাফাত প্লাবন, ফারহান রাব্বি, ইসতিয়াক সিথুন, লিখন, তানজিল তন্ময়, সজীব-২, আনিস, সানজিদ, সাফিন, হাবিব শাওন, রাফি, আলামিন ইসলাম, ফিরোজ আলম, ইউসুফ, ইমন, অর্ণব, বাধন, মিঠুন, রাব্বি হাসান, মেহেদী হাসান, আশিক, অন্তিম, খালিদ, স্বাধীন, রাজন, শিহাব, ফয়সাল, সানি-২, তাজীব, আসিফসহ চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নের্তৃবৃন্দ।
আলমডাঙ্গা ব্যুরো জনিয়েছে, এদিকে আলমডাঙ্গা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের আয়োজনে আনন্দ মিছিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শোভাযাত্রার আয়োজন করে। আনন্দ র‌্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সালমুন আহমেদ ডন, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, পৌর ছাত্রলীগের সম্পাদক নাহিদ হাসান তমাল, কলেজ ছাত্রলীগের যুগ্মসম্পাদক হাসানুজ্জামান হাসান, কলেজ ছাত্রলীগ নেতা ইছানুর কবীর, রকি, টিটন, সজীব, শরিফ, সাকিব, কাজল, দিগন্ত, সৈকত, অভি, অটাল, শিহাব, রনি, শরিফুল, আকাশ, চঞ্চল, ইসরাফিল, শাহীন, রোহান, নাঈস, বিপুল, নাহিদ, সজীব, শান্ত, করিম প্রমুখ। আনন্দ র‌্যালি শেষে কলেজ প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।