প্রথম রাজধানী চুয়াডাঙ্গার রাষ্ট্রীয় স্বীকৃতি চাই শীর্ষক আলোচনার প্রস্তুতিসভা

স্টাফ রিপোর্টার: আগামী ১০ এপ্রিল প্রথম রাজধানী চুয়াডাঙ্গার রাষ্ট্রীয় স্বীকৃতি চাই শীর্ষক আলোচনার প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে চুয়াডাঙ্গা অ্যাসোসিয়েশন হল চত্বরে এ প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা প্রথম রাজধানী বাস্তবায়ন সংগ্রাম পরিষদ এ প্রস্তুতিসভার আয়োজন করে। সভাপতিত্ব¡ করেন সভা সংগ্রাম পরিষদের যুগ্ম-আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মালিক। সংগ্রাম পরিষদের উপদেষ্টাগণ, সংগ্রাম পরিষদের আহ্বায়ক কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন যথাক্রমে চুয়াডাঙ্গা সাহিত্য চর্চা কেন্দ্র, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন, (জাসাস) উদীচী, সুন্দরম মিডিয়া, চুয়াডাঙ্গা। সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব হাবিবি জহির রায়হান। মতামত প্রদান করেন যথাক্রমে সুন্দরম পরিচালক আসাদুজ্জামান শিমুল, জাসদ (ইনু) সাধারণ সম্পাদক আকসিজুল ইসলাম রতন, সাম্যবাদী দলের সভাপতি আলাউদ্দিন ওমর, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট আহ্বায়ক লিটু বিশ্বাস, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের প্রকাশনা সম্পাদক রিচার্ড রহমান, জাসাস সভাপতি শহিদুল হক বিশ্বাস, সাংবাদিক আজাদ মালিথা, উদীচী সভাপতি অ্যাড. নওশের আলী, সিডিএফ সভাপতি বিল্লাল হোসেন, রিগ্যান এসকান্দার, শাওন কুমার রায় প্রমুখ। সমাপনী বক্তব্যে সভার সভাপতি সকলের মতামতের প্রেক্ষিতে কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচিতে ১০ এপ্রিল সকালে মুক্তিযোদ্ধা শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ, শহীদ হাসান চত্ব¡রে মানববন্ধন, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং বিকেল ৫টায় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে সাংস্কৃতিক অনুষ্ঠান।