প্রতিবন্ধীকে বাঁচাতে দু শিশু বালকের প্রাণপন চেষ্টা বিফলে

জয়রামপুর রেলস্টেশনের অদূরে বড়পুলের কাছে ট্রেনে পিষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার জযরামপুর রেলস্টেশনের অদূরে বড়পুল নামকস্থানে ট্রেনে কাটা পড়ে আনুমানিক (৫৫) বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস নামক যাত্রীবাহী একটি ট্রেনটি জয়রামপুর রেলস্টেশনের অদূরে মাঠপাড়া বড়পুলের কাছে পৌঁছুলে রেললাইনের ওপরে বসে থাকা অজ্ঞাত ওই ব্যক্তিকে পিষ্ট করে প্রায় ৩০ থেকে ৩৫ হাত পর্যন্ত সামনে নিয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃতদেহের পাশেই ২টি ১০ টাকার ও ১টি ২ টাকার নোট পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পোড়াদহ জিআরপি পুলিশ দুপুর দেড়টার দিকে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালমর্গে নেয়।
প্রত্যক্ষদর্শী জয়রামপুর মাঠপাড়ার মনি মোল্লার ছেলে আজিজুল হক (৪০) জানান, আমরা বেশ কয়েকজন সকাল থেকেই ওই স্থানে গাছের ডালপালা কাটার কাজ করছিলাম। দাঁড়ি মুখে আনুমানিক পঞ্চাশুর্দ্ধো বয়সী নিহত ওই অজ্ঞাত ব্যক্তি আমার কাছে আগুন নিয়ে বিড়ি ধরায়। আমি তার নাম ঠিকানা জিজ্ঞাসা করলে সে খুলনা ন’পাড়া বলে জানায়। তার পরনে সাদা রঙের ফুলপ্যান্ট এবং গায়ে কালো কোর্ট ছিলো। তিনি আরো জানান, নিহত ওই ব্যক্তি রেললাইনের ওপর শুয়েছিলো। ট্রেন আসতে দেখে পাশেই দাঁড়িয়ে থাকা জয়রামপুর মাঠপাড়ার আবু ছুনুর শিশু ছেলে মিঠুন (১০) ও একই পাড়ার রবিউলের ছেলে নয়ন (১০) ওই লোকের হাত ধরে টেনে তোলার প্রাণপন চেষ্টা করে। শেষমেষ পা ধরে টান দিতে গেলে ওই লোক তাদের লাথি দিয়ে ফেলে দেয়। ওই দু শিশু ছেলে তার কাছ থেকে একটু দূরে সরে আসার পরপরই দ্রুতগামীর ওই ট্রেন তাকে পিষ্ট করে এবং প্রায় ৩০ থেকে ৩৫ হাত সামনে ঠেলে নিয়ে যায়। নিহত ওই লোকের মাথায় সমস্যা আছে বলেও মন্তব্য করেন তিনি। খবর পেয়ে পোড়াদহ জিআরপি পুলিশ দুপুর দেড়টার দিকে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালমর্গে নেয়।