প্রতিদ্বন্দ্বীর প্রার্থীতা প্রত্যাহারে অ্যাড. সেলিম উদ্দিন খানের পথ পরিষ্কার

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের ত্রি-বার্ষিক নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন হাজি অ্যাড. সেলিম উদ্দীন খান। একই পদে অপর প্যানেলের প্রার্থী অধ্যক্ষ মাহাবুল ইসলাম সেলিম গতকাল তার প্রার্থীতা প্রত্যাহার করে নেয়ায় অ্যাড. সেলিম উদ্দীন খানকে আর প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে না। তবে সেক্রেটারিসহ অন্যান্য পদে দুটি প্যানেলভুক্ত প্রার্থীরা ভোটযুদ্ধে রয়েছেন। আগামী ৭ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের ত্রি-বার্ষিক নির্বাচনে দুটি প্যানেলভুক্ত হয়ে ৭ জন করে মোট ১৪ জন মনোনয়ন পেশ করেন। প্রচার প্রচারণাও শুরু করেন প্রার্থীরা। গতকাল ছিলো মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এ দিনে অধ্যক্ষ সেলিম-হুমায়ুন পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মাহাবুল ইসলাম সেলিম তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন। তবে এ প্যানেলের সেক্রেটারি প্রার্থী হুমায়ুন কবির, সদস্য আবুল কালাম আজাদ, লিটু বিশ্বাস, হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি, অ্যাড. তছলিম আহমেদ ফিরোজ ও নূরুন নাহার কাকলি প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। অপর প্যানেলের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে সেক্রেটারি পদে বর্তমান সেক্রেটারি ফজলুর রহমান, অ্যাড. মোল্লা আব্দুর রশিদ, শাহিদুল ইসলাম শাহান, অ্যাড. আকসিজুল ইসলাম রতন, অ্যাড. মো. রকিবুল ইসলাম ও হাবিল হোসেন জোয়ার্দ্দার।