প্রতিক্ষার প্রহর শেষ : ৩১ অক্টোবর মেহেরপুর পৌরসভার নির্বাচন

 

মেহেরপুর অফিস: অবশেষে প্রতিক্ষার প্রহর শেষ হলো। ঘোষণা করা হলো মেহেরপুর পৌরসভা নির্বাচনের তফশীল। নাগরিকরা ফিরে পেলেন তাদের ভোটাধিকার। এদিকে রাতে তফশীল ঘোষণার পরপরই বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহরে আনন্দ মিছিল বের করা হয়। গত ৩০ ডিসেম্বর বাংলাদেশের বিভিন্ন জেলার পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু দেশের কয়েকটি পৌরসভার মতো সীমানা জটিলতার মামলায় আটকে যায় মেহেরপুর পৌরসভার নির্বাচন। অভিযোগ রয়েছে আমদহ ইউনিয়ন ও পৌরসভার সীমানা নিয়ে হাইকোর্টে মামলার কারণে নির্দিষ্ট সময়ে নির্বাচন থমকে যায়।

এদিকে গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে ই-মেইলেযোগে উপ-সচিব ফরহাদ আহম্মেদ খাঁন স্বাক্ষরিত তফশীলের কপি পৌঁছায় মেহেরপুর নির্বাচন অফিসে। তফশীল অনুযায়ী আগামী ৬ অক্টোবর রির্টার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র বাছাই ৮ অক্টোবর। প্রত্যাহারের শেষ দিন নির্ধারন করা হয়েছে ১৫ অক্টোবর। ৩১ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রির্টানিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে জেলা নির্বাচন কর্মকর্তা।