প্রচণ্ড তাপদাহে তৃষ্ণার্ত হনুমান

 

সদরুল নিপুল: প্রচণ্ড গরমে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। অতিরিক্ত গরমে মানুষ শরীর সুস্থ রাখতে বা একটু স্বস্তি পেতে হরেক রকম খাবার খায়। কিন্তু জীবজন্তুরা প্রচণ্ড তাপদাহে গাছের নিচে ছায়ায় বসে নিজেকে রক্ষা করে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা জেলা সদরের নীলমণিগঞ্জের রাহাতুল্লার চায়ের দোকানে বেশকিছু লোকজন বসে গল্প করছিলো। হঠাৎ একটা বড় আকারের হনুমান চায়ের দোকানে মানুষের মাঝখানে বসে পড়লো। চায়ের দোকানে বসে থাকা মানুষগুলো ভয় পেয়ে হতবাক হয়ে গেলো। উপস্থিত মানুষগুলো হনুমানের কষ্টটা বুঝতে পারলো। হনুমানটি পানি ও খাবার খাওয়ার জন্য ছটফট করতে থাকে। এরপর অনেকে হনুমানকে পানি, পাউরুটি ও কলা খেতে দেয়। পানি খাবার খেয়ে ১০ মিনিট অবস্থান করার পর হনুমানটি চলে যায়।