প্যারাস্যুট ঝাঁপ দিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন শতবর্ষী নারী

 

মাথাভাঙ্গা মনিটর: প্যারাস্যুট ঝাঁপ দিয়ে শততম জন্মবার্ষিকী পালন করলেন মার্কিন মহিলা এলিনর ন্যানি কানিংহ্যাম। এর মাধ্যমে সাবেক মার্কিন প্রেসিডেন্ট সিনিয়র বুশ বা জর্জ এইচ ডব্লিউ বুশের রেকর্ড ভাঙলেন তিনি। সিনিয়র বুশ এর আগে প্যারাস্যুট ঝাঁপ দিয়ে ৯০তম জন্মবার্ষিকী পালন করেছিলেন। প্যারাস্যুট ঝাঁপ দেয়ার সময় কানিংহ্যামকে সঙ্গ দিয়েছেন প্যারাস্যুট ঝাঁপের প্রশিক্ষক ডিন ম্যাকডোনাল্ড। তিনি জানিয়েছেন, এই প্রথম শতবর্ষী কাউকে সাথে নিয়ে ঝাঁপ দিলেন তিনি। ঝাঁপ দেয়ার জন্য দেহে প্যারাসুট বাঁধার আগে নাতনির সাত মাস বয়সী মেয়েকে চুমু দেন ন্যানি কানিংহ্যাম। ১০ বছর আগে ৯০ বছর বয়সে প্যারাসুট ঝাঁপকে প্রথম তিনি ক্রীড়া হিসেবে বেছে নিয়েছিলেন। তখন থেকে এ পর্যন্ত তিন দফা প্যারাসুট ঝাঁপ দিয়েছেন তিনি। কানিংহ্যামকে লিখিত অনুমতি দিয়ে চিকিৎসক বলেছেন, প্যারাসুট ঝাঁপ দেয়ার জন্য যে শারীরিক সক্ষমতা দরকার তার চেয়ে অনেকে বেশি আছে তার। নিউ ইয়র্কের কেন্দ্রস্থলে নাতনির সাথে বসবাস করেন কানিংহ্যাম।