পূর্ব ইউরোপে ভারী অস্ত্র মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

 

মাথাভাঙ্গা মনিটর: পূর্ব ইউরোপ ও বাল্টিক সাগর এলাকায় ভারী অস্ত্র মোতায়েন করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী তৎপরতায় রাশিয়ার সহযোগিতার অভিযোগের প্রেক্ষিতে এই পদক্ষেপ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। গতকাল রোববার দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত নিয়ে এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স।

নিউইয়র্ক টাইমসে এ সংক্রান্ত একটি প্রতিবেদন নিয়ে মন্তব্য করতে ওই কর্মকর্তা জানান, আমরা আগে থেকেই গুরুত্বপূর্ণ অস্ত্র মোতায়েন রাখবো। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনটিতে বলা হয়েছে, পেন্টাগন পূর্ব ইউরোপে পাঁচ হাজার সেনার জন্য প্রয়োজনীয় ট্যাঙ্কসহ ভারী অস্ত্র মজুদ করতে চলেছে।