পূর্বে মারামারির জের ধরে আসাননগর গ্রামের ৪ জনকে মারধর করার অভিযোগ উঠেছে আনন্দধামের কতিপয় কিশোর-যুবকদের বিরুদ্ধে

 

আলমডাঙ্গা ব্যুরো: ফুটবল খেলতে গিয়ে পূর্বে মারামারির জের ধরে আলমডাঙ্গার পার্শ্ববর্তী আসাননগর গ্রামের ৪ জনকে মারধর করার অভিযোগ উঠেছে আনন্দধামের কতিপয় কিশোর-যুবকদের বিরুদ্ধে। গতকাল সোমবার রাতে এ মারামারিকে কেন্দ্র করে আনন্দধাম ব্রিজ এলাকায় দু গ্রামবাসীর মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়ায়।

এলাকাবাসী ও পুলিশসূত্রে জানা গেছে, গত শুক্রবার আলমডাঙ্গা শহরের এরশাদপুর গ্রামে আনন্দধাম ও আসাননগর গ্রামবাসীর মধ্যে ফুটবল খেলা হয়। ওই খেলায় আনন্দধাম একাদশ ৪ গোলে আসাননগর একাদশকে পরাজিত করে। খেলায় উসকানিমূলক কথাবার্তার এক পর্যায়ে উভয় দলের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। কয়েকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। খেলার মাঠেই তা মিটমাট করে নেয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। পরদিন শনিবার আসাননগর গ্রামের ৪ কিশোর আনন্দধামের ক্যানেলপাড়ায় অবস্থিত স্যান্ডেলের ফিতা তৈরির কারখানায় কাজ করতে গেলে আনন্দধামের কতিপয় কিশোর তাদেরকে হুমকি-ধামকি দেয়। গত সোমবার সন্ধ্যারাতে আসাননগর গ্রামের রফজেল আলীর বিদেশগমনেচ্ছু ছেলে আল আমিনকে ট্রেনে তুলে দিয়ে বাড়ি ফিরছিল আসাননগর গ্রামের ওমর আলী, সাগর, নাঈম ও আশা। অভিযোগ উঠেছে আনন্দধাম ব্রীজের নিকট পৌঁছলে আনন্দধামের কতিপয় কিশোর ও যুবক তাদেরকে চলা দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। এ সংবাদ পেয়ে আসাননগর থেকে বেশ কয়েকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে গেলে তাদেরকেও মারার জন্য তাড়িয়ে নিয়ে যাওয়া হয়। সে সময় আনন্দধাম এলাকায় বেশ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। পুলিশ রাতেই আনন্দধামের ২ কিশোরকে আটক করে। পরে ২৪ ঘণ্টার মধ্যে বিরোধ মিটিয়ে ফেলার প্রতিশ্রুতি দিয়ে তাদের দুইজনকে মুক্ত করে নিয়ে যাওয়া হয়েছে। অপরদিকে আহত চারজনকে তাদের পরিবারের লোকজন উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসার ব্যবস্থা করে।