পালমিরায় মাইন পাতছে আইএস জঙ্গিরা

মাথাভাঙ্গা মনিটর: সিরিয়ার ঐতিহাসিক পালমিরা শহরের স্থানে স্থানে ভূমিমাইন ও  বিস্ফোরক পাতছে ইসলামিক স্টেট জঙ্গিরা। পালমিরার ঐতিহাসিক সব নিদর্শন ধ্বংস করতে নাকি সরকারি বাহিনীর অগ্রযাত্রা রুখতে জঙ্গিরা একাজ করছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। সংগঠনটি প্রধান রমি আব্দুল রহমান বলেন, “তারা শনিবার থেকে এ মাইন ও বোমা পাততে শুরু করেছে। আমরা এর আসল কারণ এখনো জানি না।” শনিবার হোমস প্রদেশের কেন্দ্রস্থলের শহরে রোমান ধ্বংসাবশেষ এলাকায় বিস্ফোরক পেতেছে জঙ্গিরা। আইএস জঙ্গিরা মে মাসে ৫০ হাজার অধিবাসীর এ শহরটি গত মে মাসে দখল করে নেয়। সিরিয়ার সরকারি বাহিনী গত তিনদিন থেকে পালমিরার আবাসিক এলাকাগুলোতে প্রচণ্ড বিমান হামলা চালিয়ে আসছে। তারা শহরটির বাইরে পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। সম্প্রতি পালমিরা পুনর্দখলের জন্য সরকারি বাহিনী আরো বেশি তৎপর হয়েছে।