পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

 

 

দামুড়হুদা অফিস: বাংলাদেশটাকে একটি খুনের রাজ্য কায়েম করেছে বলে মন্তব্য করে চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্মআহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনা বলেন, হাসিনা, এরশাদ ও ইনু তিনজন এক হয়ে বিএনপির নেতাকর্মীদের একের পর এক হত্যা ও লাশ গুম করে চলেছে। তারা এদেশের আলেম ওলামাদের হত্যা করতে ছাড়েনি। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শফি উল্লার সভাপতিত্বে পারকৃষ্ণপুর মোড়ে অনুষ্ঠিত ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মজিবুল হক মালিক মজু, দামুড়হুদা উপজেলা বিএনপির আহ্বায়ক নতিপোতা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, যুগ্মআহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল হাসান তনু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মঙ্গল, অ্যাড. মানি খন্দকার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রভাষক আবুল হাশেম, দর্শনা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাস্টার নাহারুল ইসলাম, দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রহমান মালিথা, হাউলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ। এছাড়া আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা আশিক ইকবাল চঞ্চল, মমিনুল ইসলাম, হাসিবুল হক বিপ্লব, আলী আহাম্মেদ, রেজাউল করিম, জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক শাহজাহান খাঁন, জেলা ছাত্রদলের সদস্য ফিরোজ হাসান মন্টু, আরিফল ইসলাম প্রমুখ।

সময় স্বল্পতার কারণে গতকাল সোমবার সম্মেলনে ইউনিয়ন কমিটির নাম ঘোষণা করা হয়নি। প্রধান অতিথি আব্দুল জব্বার সোনা জানান, শিগগিরিই ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে ইউনিয়ন বিএনপির নাম ঘোষণা করা হবে। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেনযুবদল নেতা আনোয়ার হোসেন।