পানের ইউরোপ প্রবেশ আরও পেছালো

 

স্টাফ রিপোর্টার: পানে ক্ষতিকর ব্যাকটেরিয়া ‘স্যালমোনেলা’র অস্তিত্ব পাওয়ায় এ বছরের ১৩ফেব্রুয়ারি এ দেশ থেকে পান আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছিলো ইউরোপীয়ইউনিয়ন (ইইউ)। সেই নিষেধাজ্ঞার আরও এক বছর বাড়িয়েছে ইউরোপের দেশগুলোর এইজোট।ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে বাংলাদেশ থেকে রফতানি হওয়া পানেস্যালমোনেলার অস্তিত্ব পাওয়ার অভিযোগ রয়েছে কয়েক বছর ধরেই। এরইপরিপ্রেক্ষিতে ইইউর ৱ্যাপিড অ্যালার্ট সিসটেম ফর ফুড অ্যান্ড ফিড (আরএএসএফএফ) বাংলাদেশ থেকে পান আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।নিষেধাজ্ঞা ছিলো এ বছরের ৩১ জুলাই পর্যন্ত। এই নিষেধাজ্ঞার মেয়াদ আগামীবছরের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। গত ২৯ জুলাই এ সিদ্ধান্ত নেয়া হয়।