পাকিস্তান থেকে পারমানবিক বোমা কিনবে সৌদি আরব

মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তান থেকে পারমানবিক বোমা কেনার কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান এবং সৌদি শাসকগোষ্ঠীর মধ্যে পরমাণু বিষয়ে দীর্ঘদিনের চুক্তি রয়েছে। আর এ অবস্থায় সৌদি আরব আরো এগিয়ে যাওয়ার কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানান এ কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন আরেক গোয়েন্দা কর্মকর্তা বলেন, পারস্য উপসাগরীয় দেশটিকে এরই মধ্যে পাকিস্তান পরমাণু প্রযুক্তি বা বোমা সরবরাহ করেছে কি-না তা বের করার চেষ্টা চলছে। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র সদর দফতরে এ জন্য শ শ মানুষ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।