পাকিস্তানে সেভ দ্যা চিলড্রেনের নিষেধাজ্ঞা স্থগিত

মাথাভাঙ্গা মনিটর: আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘সেভ দ্যা চিলড্রেন’র কার্যালয় বন্ধের সিদ্ধান্ত স্থগিত করেছে পাকিস্তান। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া এক গোপন নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপযুক্ত কর্তৃপক্ষ আগের চিঠি স্থগিত রাখার ইচ্ছা পোষণ করছে।
গত বৃহস্পতিবার রাজধানী ইসলামাবাদে সংস্থাটির কার্যালয় বন্ধের জন্য পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশ দিয়েছিলো। সে সময় সংস্থাটির বিরুদ্ধে রাষ্ট্রের স্বার্থবিরোধী তৎপরতায় জড়িত থাকার অভিযোগ আনা হয়। কার্যালয় বন্ধের নির্দেশ দিয়ে পাক স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেভ দ্যা চিলড্রেনের বিদেশি কর্মকর্তা-কর্মচারীদেরকে ১৫ দিনের মধ্যে পাকিস্তান ছাড়ার নির্দেশ দিয়েছিলো।
এর আগে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার এক রিপোর্টে বলা হয়েছিলো- সেভ দ্যা চিলড্রেনের সাথে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার গুপ্তচর ড. শাকিল আফ্রিদির যোগাযোগ রয়েছে। তবে সেভ দ্যা চিলড্রেন সবসময় সিআইএ এবং ড. শাকিল আফ্রিদির সাথে যোগাযোগ থাকার কথা অস্বীকার করে আসছে।