পাকিস্তানে নতুন সংঘাতে নিহত ২০

মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের বন্দরনগর করাচিতে নতুন করে শুরু হওয়া সংঘাতে কমপক্ষে ২০ ব্যক্তি নিহত হয়েছে। গতকাল সোমবার করাচির বিভিন্ন স্থানে নয় ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। সিনহুয়া জানায়, গতকাল মঙ্গলবার অজ্ঞাত বন্দুকধারীরা শহরটির ১১ জনকে হত্যা করেছে। করাচির গুলশানে ইকবাল এলাকায় গতকাল এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করার পর নতুন এ সংঘাত ছড়িয়ে পড়ে। গণমাধ্যমগুলো বলছে, আততায়ীরা মোটরসাইকেলে চড়ে বাণিজ্যকেন্দ্রটিতে যায় এবং ওই ব্যবসায়ী যখন তার বাসা থেকে বেরিয়ে আসছিলেন, তখন তার ওপর গুলি চালায়। এছাড়া আরও দুটি স্থানে পাঁচ ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। শহরটির বিভিন্ন স্থানে পুলিশ গুলির খোসা কুড়িয়ে পেয়েছে।
পুলিশ বলছে, নিহত লোকজনের মধ্যে পাঁচজনকে হত্যার আগে অপহরণ করা হয়েছিলো।
শহরটিতে সংঘর্ষ ও হত্যার পরিমাণ কমাতে পুলিশ ও আধা সামরিকবাহিনী গত ৬ সেপ্টেম্বরে এক অভিযান চালায়। তাতে অপরাধের মাত্রা কিছুটা কমেছিলো। তবে গত দু দিনের ঘটনায় এটাই প্রতীয়মান হয় যে, করাচির অপরাধ কমানো সহজ নয়। এসব হত্যার কারণ কী, তা এখনো জানা যায়নি।