পাকিস্তানে গুলিতে নারী মানবাধিকারকর্মী নিহত

মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের করাচিতে গুলিতে শীর্ষস্থানীয় এক নারী মানবাধিকারকর্মী নিহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, সাবিন মেহমুদ নামে ওই মানবাধিকারকর্মী দ্য সেকেন্ড ফ্লোর নামে একটি সংগঠনের পরিচালক ছিলেন। বেলুচিস্তান প্রদেশে একটি অনুষ্ঠানে যোগদান থেকে ফেরার সময় তিনি হামলার শিকার হন। গাড়িতে করে বাড়ি ফেরার সময় মোটরসাইকেলে করে বন্দুকধারীরা তার ওপর হামলা চালায়। এ সময় তার মা সাবিনের সাথে ছিলেন। তিনিও আহত হয়েছেন। দ্য সেকেন্ড ফ্লোর প্রতিষ্ঠানটি টি২এফ নামে পরিচিত। এটি একটি ক্যাফে ও বইয়ের দোকান পরিচালনা করে। সেখানে করাচির মানবাধিকারকর্মীরা ও শিক্ষার্থীরা আলোচনা করে থাকেন। পাকিস্তানের একটি পত্রিকা জানিয়েছে, সাবিনকে পাঁচবার গুলি করা হয়েছে। হাসাপাতালে নেয়ার পথে তিনি মারা যান। সাবিনের মা হাসাপাতালে চিকিত্সাধীন আছেন। তার অবস্থা আশঙ্কাজনক।