পাকিস্তানে আহত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের মৃত্যু

 

মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় মারাত্মকভাবে দগ্ধ ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মারা গেছেন বলে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। ওই রাষ্ট্রদূত গত ৮ তারিখে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বিধ্বস্ত হেলিকপ্টারের আরোহী ছিলেন। ওই ঘটনায় নরওয়ে ও ফিলিপাইনের রাষ্ট্রদূতসহ ৭ জন নিহত হয়েছিলো।

ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত বুরহান মুহাম্মদ ও তার স্ত্রীর পাশাপাশি দেশটিতে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের একটি প্রতিনিধিদল ওই হেলিকপ্টারে ছিলেন। এ ঘটনায় তার স্ত্রী, নরওয়ে ও ফিলিপাইনের রাষ্ট্রদূত ও মালয়েশিয়া দূতের স্ত্রী ঘটনাস্থলেই নিহত হন। গত সপ্তায় ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে নেয়া হয়েছিলো।