পাঁচ দফা দাবিতে ইবিতে উপাচার্যের কাছে ছাত্রীদের স্মারকলিপি পেশ

ইবি প্রতিনিধি: ক্যাম্পাসে ছাত্রীদের জন্য শিক্ষার নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, ছাত্রী হলে ছাত্রদের অনুপ্রবেশ বন্ধসহ পাঁচ দফা দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকারের কাছে স্মারকলিপি পেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্রীরা। গতকাল বৃহম্পতিবার বেলা ১২টার দিকে উপাচার্যের কার্যালয়ে দুশত ছাত্রীর স্বাক্ষর সংবলিত এ স্মারকলিপি দেন তারা।

উপাচার্য কার্যালয়সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২০-২৫ জন আবাসিক ছাত্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকারের সাথে দেখা করতে আসেন। এ সময় তারা পাঁচ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি উপাচার্যকে দেন। ছাত্রীদের দাবিগুলো হলো- ক্যাম্পাসে ছাত্রীদের জন্য শিক্ষার নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, ছাত্রী হলে ছাত্রের অনুপ্রবেশ বন্ধ করা, ছাত্রী নির্যাতনের ঘটনাসমূহের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের সুষ্ঠু তদন্ত ও বিচারের ব্যবস্থা করা, ক্যাস্পাসে ও হলে শারীরিক নির্যাতন, পথেঘাটে অহরহ ইভটিজিং ও মৌখিক হুমকি প্রতিরোধের ব্যবস্থা করা ও দলমত নির্বিশেষে সকল ছাত্রীর আবাসিক ও পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা। স্মারকলিপিতে আরও বলা হয়, গত কয়েক দিনে ক্যাম্পাসে প্রকাশ্য দিবালোকে ছাত্রীকে শারীরিক নির্যাতন, আবাসিক হলে ছাত্রীদের ধর্ষণের হুমকি ও ছাত্রী হলে ছাত্রদের হলে অনুপ্রবেশের মতো ঘটনা ঘটেছে। এ সকল ঘটনায় হলের আবাসিক ছাত্রীরা চরম নিরাপত্তাহীনতায় আছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ছাত্রীদেকে ক্যাম্পাসে ও আবাসিক হলে ৱ্যাংগিঙের নামে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে।