পশ্চিমবঙ্গে মৈত্রী এক্সপ্রেসে আগুন

মাথাভাঙ্গা মনিটর: ঢাকা থেকে ছেড়ে যাওয়া কোলকাতামুখি মৈত্রী এক্সপ্রেসে গতকাল রোববার আগুন লাগলে আতঙ্কের সৃষ্টি হয়। প্যান্ট্রিকারে আগুন লাগলে আতঙ্ক ছড়ায়। দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, ঢাকা থেকে রওনা হয়ে দর্শনা-গেদে হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি। নৈহাটি স্টেশন পেরিয়ে কোলকাতা স্টেশনের দিকে ছোটার সময় ট্রেনের প্যান্ট্রিকার থেকে ধোঁওয়া বের হতে দেখে চাঞ্চল্য ছড়ায়। কাঁকিনাড়া স্টেশনে ট্রেনটিকে থামিয়ে দেয়া হয়। বন্ধ করে দেয়া হয় ওভারহেড লাইনের বিদ্যুত সরবরাহও। খবর যায় রেলের কর্তাদের কাছেও। খবর দেয়া হয় দমকলে। দমকল এসে আগুন আয়ত্তে নেয়। ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এ ঘটনার জেরে প্রায় ২০ মিনিট দেরি হয় ট্রেনটির কোলকাতা পৌঁছতে।