পশ্চিমবঙ্গের রাজ্যপাল হলেন কেশরী

 

মাথাভাঙ্গা মনিটর: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্যপাল বা গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেনবিজেপির কেশরী নাথ ত্রিপাঠি। গত সোমবার ভারতের রাষ্ট্রপতি প্রণবমুখার্জি এই নিয়োগ দেন।নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর বিভিন্ন রাজ্যেকংগ্রেস মনোনীত রাজ্যপালদের সরিয়ে সেখানে বিজেপির প্রবীণ নেতাদের রাজ্যপালকরার উদ্যোগ নেয়া হয়। এ কারণে কেন্দ্রীয় সরকারের নির্দেশে পশ্চিমবঙ্গেররাজ্যপাল এম কে নারায়ণ পদত্যাগ করেন। তার স্থলাভিষিক্ত হলেন কেশরী।কেশরীপশ্চিমবঙ্গের ২৫তম রাজ্যপাল। তিনি উত্তর প্রদেশের বিধানসভার সাবেকস্পিকার, অর্থমন্ত্রী এবং রাজ্য বিজেপির সভাপতি ছিলেন। ৮০ বছর বয়সী কেশরীএলাহাবাদ হাইকোর্টের একজন আইনজীবীও ছিলেন।কল্যাণ সিংকে পশ্চিমবঙ্গেররাজ্যপাল করার উদ্যোগ নিয়েছিলো বিজেপি। কিন্তু বাবরি মসজিদ ধ্বংসে তারভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায় এই নিয়োগের বিষয়ে আপত্তি তোলে কংগ্রেস, তৃণমূলকংগ্রেস ও বামদল। এরপরই কেশরীকে রাজ্যপাল করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয়সরকার।