পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে লোকনাথপুরে ৱ্যালি ও সমাবেশ

 

দর্শনা অফিস: দামুড়হুদার লোকনাথপুরে গতকাল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ইসলামী পাঠাগার লোকনাথপুর মাঠপাড়ার উদ্যোগে পবিত্র মাহে রমজানকে স্বাগতম জানিয়ে এক ৱ্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। লোকনাথপুর মাঝেরপাড়া জামে মসজিদ থেকে ৱ্যালিটি বের হয়ে গ্রামের সকল সড়ক প্রদক্ষিণ শেষে মসজিদ চত্বরে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে তা শেষ হয়। পাঠাগারের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, পাঠাগার সদস্য মো. শহিদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন, লোকনাথপুর মাঝেরপাড়া মসজিদের ইমাম হাফেজ মো. রাজু হোসেন, কাদিপুর মসজিদের ইমাম মো. আব্দুল্লাহ, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. মান্নানসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমাবেশে বক্তারা ১০টি দাবির কথা উল্লেখ করেন। দাবিগুলো হলো, রমজান মাসের পবিত্রতা বজায় রাখা, দিনের বেলায় সমস্ত হোটেল রেস্তোরা বন্ধ রাখা, কোনো রকম ইলেকট্রনিক মাধ্যমে গান বাজনা না শোনা, খাদ্যের অপচয় রোধ করা, গীবত পরনিন্দা পরিহার করা, সকল ক্ষেত্রে তাকওয়া অবলম্বন করা, দান ও সদকা বাড়িয়ে দেয়া, ইসলামের বিধি-বিধান মেনে চলা, অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত থাকা, দিনের বেলায় পানাহার না করা।