নেহালপুরে কৌশলে ডেকে নিয়ে কুৎসা রটিয়ে একজনকে মারপিটের অভিযোগ

 

 

বেগমপুর প্রতিনিধি: কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে চুয়াডাঙ্গা সদরের নেহালপুর গ্রামের খবির উদ্দিন নামের একজনকে বেদম মারপিট করার অভিযোগ উঠেছে। মিথ্যা কুৎসা রটিয়ে মারপিট করা হলেও অপর পক্ষ বলেছে ভিন্ন কথা। সালিস বৈঠকে একচোখা বিচার করা হয়েছে বলে গ্রামজুড়ে মাতবরদের নিয়ে বইছে আলোচনা-সমালোচনা।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের নেহালপুর মাঝেরপাড়ার আনারের ছেলে খবির উদ্দিনকে সোমবার রাত ১টার দিকে বাড়িতে দরকার আছে বলে ডেকে নিয়ে যায় প্রতিবেশী মকছেদ আলীর ছেলে আনছার আলী। বাড়িতে ডেকে নিয়ে কোনো কিছু বুঝে ওঠার আগেই আনছার, আক্তার, ডারলিক, মুক্তার ও রুহুল গলায় গামছা পেঁচিয়ে খবির উদ্দিনকে বেধড়ক পেটাতে থাকে বলে তিনি জানান। খবিরের শারীরিক অবস্থা খুবই খারাপ হলে প্রতিবেশিরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। এদিকে আনছারের পক্ষ থেকে বলা হয়েছে খবির রাতের আঁধারে বাড়িতে উঁকিঝুকি মারার কারণে হাতেনাতে ধরে তাকে মারপিট করা হয়েছে। সেখানে ৪ দিন চিকিৎসার পর খবিরকে বাড়িতে আনাহলে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামের মসজিদের সামনে খেদেরের সভাপতিত্বে বসে সালিস বৈঠক। সালিস বৈঠকে কোনো পক্ষরই স্বাক্ষী না থাকায় আনছার আলীকে মারপিট করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করেন মাতবররা। এদিকে ওই বিচার সালিসে গ্রাম্যমাতবররা একচোখা বিচার করেছেন বলে গোটা গ্রামজুড়ে বইছে আলোচনা সমালোচনার ঝড়।