নেতাকর্মীদের সতর্ক করলেন আশরাফ

 

স্টাফ রিপোর্টার:চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দলীয় অন্তর্কোন্দল থেকেবিরত থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণসম্পাদক স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।এসব কর্মকাণ্ড দলের জন্য শুভ নয়-মন্তব্য করে এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক হতে বলেছেন তিনি।১৫আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের স্মরণ সভায় সৈয়দ আশরাফ বলেন, ‘পত্র-পত্রিকায় যা লেখা হয় তা সব মিথ্যা না। পিজি হাসপাতালে (বঙ্গবন্ধু শেখমুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) আমাদের দু গ্রুপে মারামরি-চাঁদাবাজি- এটাশেখ হাসিনার হাতকে দুর্বল করার চেষ্টা। কিছু কিছু ঘটনা ঘটছে যা দলের জন্যশুভ নয়।’ নেতকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আপনাদের তিরস্কার করছি না। আমি দলেরজেনারেল সেক্রেটারি হিসাবে আপনাদের বলছি, আপনাদের সতর্ক হওয়া প্রয়োজন।আপনারাই ভাবেন, এগুলো ঠিক হচ্ছে না। গতকাল শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই স্মরণ সভা হয়।সম্প্রতিএক দলীয় অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য যোগাযোগমন্ত্রীওবায়দুল কাদের জাতীয় শোক দিবস ঘিরে চাঁদাবাজি না করতে নেতাকর্মীদের প্রতিআহ্বান জানান।
বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে আশরাফ বলেন, ওবায়দুল কাদেরসাহেব ঠিকই বলেছেন। শোক দিবসের ব্যানারে এখন দেখি আমার নাম। আগে তো এগুলোছিলো না। টেন্ডারবাজি ছিলো না।রাজনৈতিক মতাদর্শ ধারণ করে তারভিত্তিতে কর্মকাণ্ড পরিচালনার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনিবলেন, বাংলাদেশের রাজনীতি অতো সহজ না। আওয়ামী লীগ আর বিএনপিকে ক্ষমতায়নেয়াই এই রাজনীতি না।বাংলাদেশের রাজনীতির নীচে আছে বিপরীত ধারা। আইএসআই, আল-কায়েদা বা তালেবান সুযোগ পেলে এখানে যারা বসে আছি তারা কেউ থাকবো না।