নূর হোসেনকে ফেরত আনার বিষয় পর্যবেক্ষণ করা হচ্ছে :বিএনপি

স্টাফ রিপোর্টার: উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর এবং নারায়ণগঞ্জের সাত খুনের মামলার অন্যতম আসামি নূর হোসেনকে ফেরত আনার বিষয়টি এখনও পর্যবেক্ষণ করছে বিএনপি। দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন গতকাল শুক্রবার সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে একথা বলেন।

রিপন বলেন, সিনিয়র নেতারা যেভাবে অভিমত দেবেন, পরে তাদের কথা মতো সেভাবে প্রতিক্রিয়া জানান হবে। তিনি বলেন, বিএনপি মনে করে সরকার প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে ভয় পায়। কারণ তাদের জনসমর্থন শূন্যের কোঠায়। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের পক্ষে ৩০টি আসন পাওয়া কঠিন হবে। রিপন বলেন, শুধু গণতন্ত্রকে বাঁচানোর জন্য বিনা ভোটের সরকারের সাথে বিএনপি সংলাপে বসার আগ্রহ দেখিয়েছিলো। সরকার সেই প্রস্তাব অগ্রাহ্য করেছে।  বগুড়ায় প্রধানমন্ত্রী বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে যে বক্তব্য দিয়েছেন তার সমালোচনা করে রিপন বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশে করে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্য অরাজনৈতিক। দেশের মানুষ এ জাতীয় বক্তব্যে খুবই অস্বস্তির মধ্যে পড়ে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে চৌধুরী ইবনে ইউসুফ, ফজলুল হক মিলন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, শিরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।