নির্বাচনে সেনাবাহিনী থাকা না থাকা কমিশনের ব্যাপার

মিরপুরে পাকহানাদার মুক্ত দিবসে আয়োজিত আলোচনাসভায় তথ্যমন্ত্রী

কুষ্টিয়া প্রতিনিধি: যুদ্ধাপরাধী-রাজাকার এবং সাম্প্রদায়িকতার বিষবৃক্ষরোপণ করে জেনারেল জিয়াউর রহমান রাজনীতিতে চার নম্বর মীরজাফর হিসেবে নাম লিখিয়েছেন বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ৮ ডিসেম্বর মিরপুর পাকহানাদার মুক্ত দিবস উপলক্ষে গতকাল শুক্রবার উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন। রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির সেনা মোতায়েন দাবি প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সেনাবাহিনী থাকা না থাকা এটা কমিশনের ব্যাপার।’ তিনি বলেন, ‘১৯৯১, ৯৬ ও ২০০১ সালে নির্বাচনে সেনাবাহিনী থাকার পরও বিএনপি তাদের বিরুদ্ধে অভিযোগ আনে। যে নির্বাচনে খালেদা জিয়া জিততে পারেননি, সেটি তিনি মানেননি। নির্বাচনে সেনাবাহিনী চাওয়া মানে একটা কূটতর্ক তৈরি করা, কার্যত নির্বাচনকে বানচাল করার একটা পাঁয়তারা ছাড়া আর কিছুই নয়।’

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি নেত্রীর চ্যালেঞ্জ হচ্ছে কীভাবে নির্বাচনে খুনিদের রক্ষা করা যায়। বিপরীতে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে কীভাবে খুনিদের হাত থেকে বাংলাদেশের রাজনীতি, সংসদ, গণতন্ত্র এবং ক্ষমতাকে দূরে রাখা যায়।’ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামাল উদ্দিন আহমেদ, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী, সাবেক মিরপুর মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল করিম প্রমুখ।