নিম্নমানের চাল সরবরাহের চেষ্টা : উত্তরা ট্রেডার্সের ৮ মেট্রিক টন চাল ফেরত

আমন মসুমের ৪৫ মেট্রিক টন চাল কেনার লক্ষ্যমাত্রা নিয়ে আলমডাঙ্গায় চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

 

আলমডাঙ্গা ব্যুরো: আমন মরসুমের ৪০৫ মেট্রিক টন চাল কেনার লক্ষ্যমাত্রা নিয়ে গতকাল আলমডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। চাল সংগ্রহের প্রথম দিনেই নিম্নমানের চাল সরবরাহের অপচেষ্টার অভিযোগ তুলে উত্তরা ট্রেডার্সের ৮ মেট্রিক টন চাল ফেরত দেয়া

হয়েছে।

জানা গেছে, চলতি আমন মরসুমে আলমডাঙ্গা উপজেলায় বরাদ্দকৃত ৪০৫ মেট্রিক টন চাল সংগ্রহ অভিযান গতকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী অরুন, উপজেলা খাদ্য অফিসার তরিকুল ইসলাম, খাদ্য পরিদর্শক দেলোয়ার হোসেন, ওসিএলএসডি কামরান হোসেন প্রমুখ।

উদ্বোধনের দিনেই নিম্নমানের চাল গুছিয়ে দেয়ার অপচেষ্টার অভিযোগ ওঠে উত্তরা ট্রেডার্সের বিরুদ্ধে। অভিযোগকারীরা জানিয়েছেন, ওই সময় উপজেলা নির্বাহী অফিসার বাঁধ সাধলে তা ফেরত দেয়া হয়। এ ব্যাপারে খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার মোবাইলফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, উত্তরা ট্রেডার্সের চাল নিম্নমানের হওয়ায় আমরা গ্রহণ না করে ফেরত দিয়েছি।